সুরক্ষা অ্যাপের মাধ্যেম ঘরে বসেই করনার টিকার জন্য আবেদন করুন খুব সহজেই | Surokkha app


বিশ্বে করোনাভাইরাস এখন অতি প্রচন্ড মহামারি আকার ধারণ করেছে। প্রত্যেক দেশে চাচ্ছে তাদের দেশের সকল নাগরিকদের ভ্যাক্সিনেশন এর আওতায় নিয়ে আসার জন্য। তেমনি ভাবে বাংলাদেশও সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে দেশের সকল মানুষ সঠিকভাবে ভ্যাকসিন গ্রহণ করতে পারে। আর সে কারণে বাংলাদেশ সরকার নতুন একটি অ্যাপ চালু করেছে যেটির মাধ্যমে দেশের মানুষ ভ্যাকসিন পাওয়ার জন্য নিবন্ধন করতে পারে আর সে অনুযায়ী সকলের মাঝে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সরকার। তো আজকে আমরা সেই অ্যাপ টি নিয়ে আলোচনা করবো আমরা জানবো কিভাবে এই অ্যাপ্লিকেশনটি থেকে ভ্যাকসিন এর জন্য আবেদন করবেন এবং এটি কিভাবে ব্যবহার করবেন আর এর মধ্যে কি সব ফিচার রয়েছে।

সুরক্ষা অ্যাপ নামক এই অ্যাপ্লিকেশনটি বাংলাদেশ খুব জনপ্রিয়তা পেয়েছে। এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ এই এপ্লিকেশনটি ইন্সটল করেছেন। এছাড়াও অ্যাপ্লিকেশনটির রেটিং অনেক ভালো 4.1। প্রায় আড়াই হাজারের মতো রিভিউ নিয়ে অ্যাপ্লিকেশনটি ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশে। এখন চলুন জেনে আসি অ্যাপ্লিকেশন টি কিভাবে ব্যবহার করবেন আর এর থেকে কিভাবে ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।।


ভ্যাকসিন এর জন্য আবেদন করতে হলে আপনার যা যা প্রয়োজন হবেঃ

  1.  আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার।
  2. আপনার জন্ম তারিখ।
  3. মোবাইল ফোন নাম্বার।
  4. আপনার কোন সহ রোগ রয়েছে কিনা তা উল্লেখ করা অর্থাৎ আপনার অন্য কোন রোগ আছে কিনা তা যাচাই করে উল্লেখ করা।
  5. টিকা গ্রহণ করার জন্য আপনার পছন্দসই ঠিকানা বাছাই করা।
  6. ভ্যাকসিন গ্রহণ করার জন্য আপনার সম্মতি রয়েছে কিনা তা উল্লেখ করা।


যে সকল মানুষ প্রাথমিক পর্যায়ে ভ্যাকসিন পাওয়ার জন্য নিবন্ধন করতে পারবেঃ

বাংলাদেশ সরকার চাইছে দেশের গুরুত্বপূর্ণ মানুষগুলোকে প্রথমে ভ্যাক্সিনেশন এর আওতায় নিয়ে আসার জন্য। আর এর জন্য সরকার কিছু তালিকা নির্ধারণ করেছে উক্ত তালিকার মধ্যে যে সকল পেশার মানুষ সবার আগে ভ্যাক্সিনেশন এর জন্য নিবন্ধন করতে পারবে তারা হল:


  •  যাদের বয়স 35 বছর বা তারও উপরে।
  • সরকারিভাবে যেসকল মানুষ স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিভাগের সঙ্গে জড়িত।
  • এছাড়াও অনুমোদিত যে সকল বেসরকারি ও প্রাইভেট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কাজের সাথে জড়িত।
  • সরাসরি সরকারি এবং বেসরকারি সকল স্বাস্থ্য সেবা কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।
  • বীর মুক্তিযোদ্ধা এবং বিরাঙ্গনা।
  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ।
  • সামরিক বাহিনী এবং বেসামরিক বাহিনী। 
  • রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে সকল কার্যালয় নিযুক্ত রয়েছে ।
  • বার কাউন্সিল এর রেজিস্টার আইনজীবীরা ।
  • সকল শিক্ষাপ্রতিষ্ঠান ।
  • যে সকল গণমাধ্যম কর্মী সমক্ষ সাড়িতে কর্মরত রয়েছেন ।
  • নির্বাচিত প্রতিনিধি যেমন কাউন্সিলর মেয়র মন্ত্রীদ্বয় ।
  • সিটি কর্পোরেশন এবং পৌরসভার যে সকল কর্মচারীরা সমক্ষ শাড়িতে কর্মরত রয়েছেন। 
  • সকল ধর্মীয় প্রতিনিধিগণ যেমন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন মন্দিরের ঠাকুর গির্জার ফাদার ইত্যাদি ।
  • যে সকল মানুষ মৃতদেহ সৎকারের নিয়োজিত রয়েছে তারা।
  • জরুরী সেবা পৌঁছানোর দায়িত্বে যে সকল মানুষ রয়েছে যেমন পানি বিদ্যুৎ গ্যাস ইত্যাদি সে সকল কর্মচারী বৃন্দ ।
  • বিমানবন্দর স্থল বন্দর রেল স্টেশন নৌবন্দরের সকল কর্মকর্তা কর্মচারীগণ ।
  • জেলা এবং উপজেলায় যে সকল ব্যক্তি জনসেবায় সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীগণ।
  • ব্যাংক কর্মকর্তা কর্মচারী ।
  • কৃষক এবং শ্রমিক ।
  • জাতীয় দলের খেলোয়াড় ।
  • চিকিৎসা শিক্ষার সাথে জড়িত ছাত্র-ছাত্রীগণ ।
  • এছাড়াও রয়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ছাত্র-ছাত্রীবৃন্দ।


যেভাবে ভ্যাকসিন পাওয়ার জন্য নিবন্ধন করবেনঃ

প্রথমত অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে আপনার ফোনে ইন্সটল করতে হবে এরপর অ্যাপটি ওপেন করার পর আপনি একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে লেখা থাকবে ভ্যাকসিন এর জন্য নিবন্ধন করুন। আপনি ঐখানে ক্লিক করলে আপনার নিকট কিছু তথ্য চাইবে যেমন আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং জন্মতারিখ। এছাড়াও সবার উপরে আপনাকে একটি ধরন নির্বাচন করতে হবে। যেমন আপনি বর্তমানে কোন পেশায় নিয়োজিত আছেন। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর আপনার নিকট আপনার ফোন নাম্বার চাইবে এবং সেটি বসিয়ে দিলে আপনার ফোনে একটি কোড নাম্বার যাবে সেটি এনে উক্ত  খালি বক্সে বসিয়ে দিলে আপনার সামনে একটি পেজ চালু হবে যেটিকে বলা হয় টিকা কার্ড বা ভ্যাক্সিনেশন কার্ড। এই কার্ডটি আপনাকে এখান থেকে সংগ্রহ করতে হবে বা প্রিন্ট আউট করতে হবে। কার্ডটিতে আপনার যাবতীয় তথ্যাবলী উল্লেখিত থাকবে এবং আপনি কবে কোন জায়গায় কিভাবে ভ্যাকসিন নিবেন তার একটি নির্দেশনা দেওয়া থাকবে। অথবা কার্ডটি না পেলে আপানাকে পরবর্তিতে মোবাইল ফোনে এসএমএস মাধ্যমে জানিয়ে দেয়া হবে।


অ্যাপ্লিকেশনটিতে যে সকল ফিচার সমুহ রয়েছেঃ

লাল দাগ চিহ্নিত অপশনটিতে দেখতে পারছেন আপনি কিভাবে ভ্যাকসিন এর জন্য নিবেদন করবেন তার একটি প্রক্রিয়া। এখান থেকে আপনি ভ্যাকসিন এর জন্য নিবন্ধন করতে পারবেন। দ্বিতীয় অপশন টিতে আপনার যথাযত নিবন্ধন হয়েছে কিনা তা যাচাই করতে পারবেন। এরপর তৃতীয় চিহ্ন অপশন থেকে আপনি আপনার টিকা কার্ড বা ভ্যাক্সিনেশন কার্ড সংগ্রহ করতে পারবেন। চতুর্থ চিহ্নের অপশন থেকে আপনি আপনার টিকা গ্রহণের সনদ কার্ড সংগ্রহ করতে পারবেন এটি হলো যখন আপনি আপনার সম্পূর্ণ টিকা গ্রহণ করে ফেলেছেন তখন আপনাকে এই সনদ দেওয়া হবে এর কারণ হলো এটি আপনার ভ্যাকসিন গ্রহণ করার একটি সরকারি প্রমাণ যাতে উল্লেখ থাকবে আপনি সঠিক ভাবে আপনার ভ্যাক্সিনেশন সম্পন্ন করেছেন। পঞ্চম অপশন থেকে থেকে সাধারণ দিক নির্দেশনা বলী জানতে পারবেন । কিভাবে কথায় কী প্রক্রিয়ায় আপনি আবেদন বা নিবন্ধন করবেন তার একটি সুন্দর দিকনির্দেশনা এখানে দেওয়া হয়েছে। এছাড়াও এখানে আপনার সচারাচর ভ্যাকসিন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নগুলির উত্তর সুন্দর ভাবে দেওয়া হয়েছে।

বর্তমানে যেহেতু করোনা মহামারী বাংলাদেশে ব্যাপক হারে বেড়ে গিয়েছে সে জন্য বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে শুধু ৩৫ বছরের উর্ধ্বে যারা রয়েছে এবং যারা ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে গিয়েছে তাদেরকে সবার আগে ভ্যাক্সিনেশন এর আওতায় নিয়ে আসা এজন্য বাকি লোকদের এখন ভ্যাকসিন দেওয়া আপাতত বন্ধ রয়েছে। যখন দেশে করোনা পরিস্থিতি কিছুটা হ্রাস পাবে তখন আবার সকলে ভ্যাকসিন এর জন্য নিবন্ধন করতে পারবেন।


ভালো লাগলে লেখাটি শেয়ার করুন বন্ধু-বান্ধবদের সাথে।সকলের সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনাই করি 


Next Post
1 Comments
  • faiselkaczkowski
    faiselkaczkowski November 7, 2022 at 4:08 PM

    Fiat gamers can walk away with as 우리카지노 계열 much as} $2,000 in additional money, while crypto gamers get a fair better return on their first payment. There are several of} categories the place this gambling site truly shines. While some would possibly say that the whole number of video games available is not very high, it have to be famous that there are all varieties of|several sorts of|various sorts of} casino video games.

Add Comment
comment url