ক্রিপ্টোকারেন্সির নিয়মিত খবর জানার জন্য যে সাইট গুলো আপনার নিয়মিত অনুসরণ করা উচিৎ।
ক্রিপ্টোকারেন্সি সহ অন্যান্য ব্যবসা সম্পর্কিত যেকোন নিত্যনতুন খবরাখবর পাওয়ার জন্য যে আটটি ওয়েবসাইট নিয়মিত আপনার অনুসরণ করা উচিত।
ইন্টারনেটে হাজার ধরনের ব্যবসায়িক সম্পর্কিত ওয়েবসাইট বিদ্যমান রয়েছে। ব্যবসা সংক্রান্ত প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক প্রায় সব কিছু মিলিয়ে লেখালেখি হয় উক্ত ওয়েবসাইটগুলোতে। কিন্তু আজকে আমি এমন পাঁচটি ওয়েবসাইট সম্পর্কে বলব যেগুলো বিশেষ করে ব্যবসা এর সাথে সম্পর্কিত বা ব্যবসা নিয়ে খোঁজখবর রাখতে ইচ্ছুক এমন ব্যক্তিদের খুবই উপকারে আসবে। এসকল ওয়েবসাইটগুলোতে শুধুমাত্র প্রাসঙ্গিক কথাবার্তায় নয় বরং এর সামনে পিছনে কি কি আছে তার সবকিছুই বিশ্লেষণ করা হয় যথাযথভাবে। তাই চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক এমন পাঁচটি হয়েছে যেগুলো সকল উদ্যোক্তাদের নিয়মিত পড়া উচিত।
১) কয়েন টেলিগ্রাফ ( Coin Telegraph)
২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়া এই ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা হচ্ছে টনি ল্যান। ওয়েবসাইটটি স্বাধীন ডিজিটাল একটি প্লাটফর্ম। যেখানে ব্লক চেন টেকনোলজি ভিত্তিক যে কোন খবরাখবর প্রকাশিত হয়ে থাকে। এই ওয়েবসাইটটিতে একটি দল কাজ করে নিরলসভাবে যাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত যেকোন নিউজ সঠিক এবং সাবলীল তথ্যসহ প্রদান করা। যেমন ক্রিপ্টোকারেন্সির প্রাইজ রেট কোন পয়েন্টে কখন উপরে আসবে যাবে ইত্যাদি বিশ্লেষণ করে থাকে।
ওয়েবসাইটটিতে বিভিন্ন জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি কয়েন নিউজ এর পাশাপাশি আরও রয়েছে মার্কেট ভ্যালু সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ, বিভিন্ন ধরনের ম্যাগাজিন, উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন ধরনের বিশ্লেষণ, এছাড়া রয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রি নিয়ে ব্যাখ্যামূলক বিশ্লেষণ এবং আরো নানা ধরনের ফিচারস।
তাদের বিশ্লেষণমূলক অসাধারণ সব লেখার মাধ্যমে প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ ভিজিটর তাদের এই ওয়েব সাইটটিতে ভিজিট করে থাকে। অন্যান্য বছরের মতো এই ওয়েবসাইডটিতে আপনি এডস এর ঝামেলা পোহাতে হবে না।
২) কয়েন ডেস্ক ( Coin Desk)
বিটকয়েন এবং ডিজিটাল কারেন্সি উপর খবর প্রদান করার কাজ হচ্ছে এই ওয়েবসাইটটির। ২০১৩ সালে ওয়েবসাইটটি লঞ্চ করা হয়। যেটি হেডকোয়ার্টার বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত। ওয়েবসাইটটির করবে সংখ্যা নিতান্তই কম প্রায় ১৫ জনের মতো। শাকিল খান নামক এক ব্যক্তি কয়েন ডেস্ক প্রতিষ্ঠা করেন।
ব্লরবার্গ, বিজনেস ইনসাইডার, সিবিএস এর মত top-rated ওয়েব সাইটে নিয়মিত কয়েন্ ডেক্স এর খবর প্রকাশিত হয়। নিত্য প্রতিদিনের ক্রিপ্টোকারেন্সি সহ ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন খবর ঘটনা ডাটা সংগ্রহ এবং রিসার্চ করায় তাদের অন্যতম কাজ।
বর্তমানে টুইটারে কয়েন ডেস্ক এর 13 লক্ষ বেশি ফলোয়ার রয়েছে। এছাড়া তাদের ওয়েবসাইটটিতে প্রতি মাসে এক কোটিরও বেশি মানুষ প্রবেশ করে। তাদের প্রকাশিত খবরের টপিকস গুলো হল মার্কেট এর ওপর বিশ্লেষণধর্মী আলোচনা, ব্যবসাভিত্তিক পর্যালোচনা এছাড়াও রয়েছে টেকনোলজি, পলিসি, ইন্ডেক্সেস, টিভি এবং ভিডিও, পডকাস্ট, ক্রিপ্টো এক্সপ্লেইনার, ইভেন্টস, রিসার্চ ইত্যাদি।
৩) রেডিট ( Reddit)
রেডিট মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামাজিক খবর এবং তথ্য প্রচার ভিত্তিক ওয়েবসাইট। 2005 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত হয় রেডিট। এটেল প্রতিষ্ঠাতা স্টিভ হ্যাফ্মান, আলেক্সিস এবং অ্যারন। 8 এর হেডকোয়ার্টার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রান্সিসকো শহরে অবস্থিত।
রেডিটে মূলত ব্যবহারকারীগণ মূলত রেজিস্ট্রি করে উক্ত ওয়েবসাইটে মেম্বার হন। এরপর তাঁরা তাঁদের বিভিন্ন টেক্সট, লিংক, পোস্ট, ইমেজেস এবং ভিডিও শেয়ার করে থাকে। এছাড়াও রয়েছে প্রতিটি পোস্টে ভোট এবং আন ভোট এর ফিচারস আর এই ধারাবাহিকতায় রেটেড অনেক জনপ্রিয়তা পেয়েছে ফলে বর্তমানে এখন কয়েক কোটি ব্যবহারকারী প্লাটফর্ম হিসেবে বিদ্যমান রয়েছে।
ব্যবসা বাণিজ্য ভিত্তিক বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি বিষয়ক বিস্তারিত নিউজ রেডিট এর মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে নিয়মিত। রেডিট এ রয়েছে বিভিন্ন ধরনের কমিউনিটি বা গ্রুপ যারা নিয়মিত বিভিন্ন বিষয় ভিত্তিক খবর প্রকাশ করে থাকে। তাই আপনি যদি লেটেস্ট খবর এর উৎস সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে রেডিট অনুসরণ করা উচিত।
৪) কোওরা ( Quora)
কোওরা হচ্ছে একটি প্রশ্ন এবং উত্তর সম্পর্কিত সাইট। অর্থাৎ কেউ এখানে যেকোন বিষয়ের প্রশ্ন করলে ইন্টারনেটে একটিভ থাকা লোকজন উত্তর প্রশ্নগুলো বিভিন্ন প্রাসঙ্গিক উত্তর দিয়ে থাকে। অনেক সময় ঐসকল উত্তর গুলির সাথে বিভিন্ন ধরনের সোর্স থেকে থাকে।
২০০৯ সালে প্রতিষ্ঠিত হওয়া এ প্রতিষ্ঠানটি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। আপনি ব্যবসাসংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তরসহ এখানে পেয়ে যাবেন এই প্লাটফরমটি বর্তমানে সারা বিশ্বজুড়ে অগণিত মানুষের বিভিন্ন প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর প্রদান করে যাচ্ছে।
এছাড়াও আরো কিছু আন্তর্জাতিক ওয়েব সাইট রয়েছে যারা নিয়মিত ক্রিপ্টো কারেন্সি সম্পর্কিত খবর প্রচার করে থাকে। যেমনঃ
৫) বিজনেস ইনসাইডার ( Business Insider)
যুক্তরাষ্ট্রের ২০০৭ সালে প্রতিষ্ঠিত হওয়া বিজনেস ইনসাইডার এমন একটি প্লাটফর্ম যাদের মূল লক্ষ্য হচ্ছে বয়সভেদে প্রায় সকলের কাছেই ব্যবসা সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত প্রদান করা। এবং সে সকল মানুষকে অনুপ্রাণিত করা যারা এই সকল বিষয় সমূহের প্রতি আকর্ষিত এবং জ্ঞান পিপাসু। বিজনেস ইনসাইডার নিয়মিত বিশ্বের নানা মানুষের জ্ঞানগর্ভ বিশ্লেষণ বিভিন্ন সফল কোম্পানি এবং বিশ্ব বদলে দেওয়া বিভিন্ন চিন্তা ধারা প্রচার করে থাকে।
বর্তমানে বিজনেস ইনসাইডার বিশ্বের সবচেয়ে বড় আধুনিক ব্যবসা সংক্রান্ত নিউজ সাইট। দিন দিন এটা বেড়েই চলেছে এবং নিত্য নতুন উপভোগ্য জিনিস তার পাঠকবর্গ দেশ উপহার দিচ্ছে। বর্তমানে বিজনেস ইনসাইডার এর আটটি ভাষায় মোট ১৭ টি গ্লোবাল এডিশন প্রচার করে আর সংখ্যাটি প্রায় বেড়েই চলছে। বর্তমানে তাদের প্রায় 78 মিলিয়নেরও বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারী রয়েছে। তাদের রয়েছে প্রায় একাধিক প্লাটফর্ম যেমনঃ
ব্যবসায় সংক্রান্ত বিজনেস ইনসাইডার। মানুষের জীবনের গল্প নিয়ে ইনসাইডার। টিভি সংক্রান্ত প্লাটফর্ম নিয়ে তৈরি করা ইনসাইডার টিভি। বিজনেস ইনসাইডারে 78 মিলিয়নেরও বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমের অনুসারী রয়েছে। এছাড়াও তাদের ৫৪৯ মিলিয়নেরও বেশি ভিডিও দেখা হয়েছে।
৬) ফিন্যান্সিয়াল টাইমস ( Financial Times)
ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হওয়া ফিন্যান্সিয়াল টাইমস অর্থনৈতিক ভিত্তিক বিভিন্ন ধরনের খবর এর বিশ্লেষণ এবং তথ্য উপাত্ত বিশ্বের লোকদের কাছে পৌঁছানো এবং ব্যবসায়িক সংক্রান্ত নানা ধরনের বার্তা প্রচার করায় তাদের অন্যতম কাজ। ফিন্যান্সিয়াল টাইমস সাধারণত ইউরোপের বিভিন্ন কোম্পানি এবং তাদের মার্কেট এর গবেষণাধর্মী এবং ডাটা বিশ্লেষণ ভিত্তিক খবর প্রচার করে থাকে।
বর্তমানে ইন্টারনেটে অর্থনৈতিক খবরের রাজত্ব করছে ফিন্যান্সিয়াল টাইমস। বিশ্বজুড়ে তাদের প্রায় ২৩০০ বেশি কর্মী দায়িত্ব পালন করছে তার মধ্যে সাতশত জন শুধু সাংবাদিক 40 টি দেশে কর্মরত রয়েছে। আপনি চাইলে তাদের মাঝে একজন হয়ে যোগ দিতে পারবেন। এর জন্য আপনার কিছু কোয়ালিফিকেশন এর দরকার পড়বে।
৭) ওয়ালস্ট্রিট জার্নাল ( Wall street Journal)
রিয়েল এস্টেট ব্যবসা, রাজনীতি, অর্থনীতি ব্যবসাসংক্রান্ত বিষয়বস্তু, টেকনোলজি, মারকেটস, ইত্যাদি খবরের সমারোহ হচ্ছে দি ওয়াল স্ট্রিট জার্নাল।
এ প্রতিষ্ঠানটি ১৮৮৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এ প্রতিষ্ঠিত হয়। তখন থেকে তারা আমেরিকাসহ গোটা বিশ্বের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান উত্থানপতন নিয়ে গবেষণা ও বিশ্লেষণধর্মী সংবাদ প্রচার করে আসছে। আপনার হয়তো শুনে অবাক লাগবে দি ওয়াল স্ট্রীট জার্নাল এখন পর্যন্ত প্রায় দশ হাজারেরও বেশি কোম্পানির উত্থান-পতনের সাক্ষী হয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করে তারা বিশ্বের নজর কাড়ে। প্রতিষ্ঠানটি আধুনিক টেকনোলজি সহ বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন ধরনের সংবাদ প্রচার করে থাকে।
শেয়ারবাজার বিভিন্ন স্টক এবং ব্যবসা সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ সহ মার্কেটের গবেষণা বিষয়ক নানা তথ্য নিয়মিত তাদের জার্নালে প্রকাশ করে। আপনি যদি একজন ব্যবসাভিত্তিক জ্ঞানপিপাসু হন তাহলে ওয়াল ষ্ট্রীট জার্নাল ওয়েবসাইটটি নিয়মিত পাঠক হতে পারেন।
৮) ব্লমবার্গ ( Bloomberg)
আপনি যদি নিয়মিত ব্যবসা সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান বা মার্কেটের খোঁজখবর রাখতে চান তাহলে ব্লুমবার্গ ওয়েবসাইট আপনার জন্য উৎকৃষ্ট একটি প্লাটফর্ম।
অন ১৯৯০ সালে প্রায় ৩১ বছর প্রতিষ্ঠিত হওয়া ব্লুমবার্গ বিজনেস নিউজ একটি আন্তর্জাতিক গণমাধ্যম যার হেডকোয়ার্টার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অবস্থিত। ব্লুমবার্গ গণমাধ্যম এর বিভিন্ন ধরনের শাখা রয়েছে যেমন ব্লুমবার্গ টার্মিনাল, ব্লুমবার্গ টেলিভিশন, ব্লুমবার্গ রেডিও, ব্লুমবার্গ বিজনেস উইক, ব্লুমবার্গ মার্কেট। গণমাধ্যম টিতে বর্তমানে ২৩০০ র বেশি কর্মী দায়িত্বরত রয়েছে।
অর্থনৈতিক বাজারের নিত্য নতুন আপডেট, বিভিন্ন দেশের অর্থনৈতিক দরপতন, কোম্পানির উত্থান পতন, এবং বিশ্বের নানা টেকনোলজি নিয়ে আপনাকে নিয়মিত খবর জানাবে ব্লুমবার্গ নিউজ।
You may like
ব্লকচেইন টেকনোলজি বিশ্বকে পাল্টে দেওয়া এক যুগান্তকারী আবিস্কার এই টেকনোলজি কি আর কাজ করেই বা কিভাবে?
ফরেক্স ট্রেডিং নিয়ে A টু Z সব তথ্য জেনে নিন সাথে ইসলামিক উত্তর সহ। Forex Trading In Bangladesh
Nice
Six studios in several international locations throughout the globe permit a alternative of croupiers speaking different native languages. LIW is popular in Eastern and Western Europe, Asia, Scandinavia, and Latin America. Lotto Instant Win has been in a partnership with 우리카지노 Slotegrator since 2020. Enjoy the fun of playing in} Live Casino games with the UK’s biggest casino model, Grosvenor Casinos, on your telephone or tablet. Yet, regardless of the explosion in games benefiting from sophisticated software or novel ideas, it’s these table classics like Blackjack and Poker that also make up the majority of Live Casino choices. The solely requirements want to|you should|you have to} meet are a secure and fast internet connection to verify the Live Casino operates effectively and having some free time to play games stay.